বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ - ২১:৩১
আয়াতুল্লাহ নূরী হামদানী

হাওজা/ এখন শুধু বলা ও লেখাকে যথেষ্ট বলে মনে করা হয়, যদিও ইসলাম রক্ষায় সকল আলেমএবং মুসলিমদেরকে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। আফগানিস্তান ও ইয়েমেনে নিরস্ত্র মানুষের গণহত্যা অস্বাভাবিক কিছু নয়। এসব ঘটনার তুলনায় আমাদের দায়িত্ব অনেক বেশি।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ নূরী হামদানী আজ সকালে হুজ্জাতুল ইসলাম সৈয়দ রিয়াজ হাকিম এর সাথে আলাপকালে বলেছেন: অত্যাচারের বিরুদ্ধে আলেমরা কী বলেন সে সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। কিভাবে তারা জিহাদ করে এবং ইসলাম রক্ষায় অত্যাচারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়।

ইসলাম রক্ষা ও প্রচারে ধর্মীয় আলেমদের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন: ইসলাম রক্ষায় আলেমদের প্রচেষ্টা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।

তিনি আরো বলেন, সাদ্দামের শাসনামলে, হাকিম পরিবার জনগণকে পথ দেখাতে, ইসলামকে রক্ষা করতে এবং আহলুল বাইত (আ:)-এর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এপথে অনেক শহীদও হয়েছিলেন।

আয়াতুল্লাহ নুরে হামদানি সারা বিশ্বের মুসলমানদের দুর্দশার বর্ণনা দিয়ে বলেছেন: বৈশ্বিক দাম্ভিকতা প্রতিদিন নতুন নতুন ছলে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ফিতনা সৃষ্টি করছে এবং মুসলমানদের বিরুদ্ধে নিজেদের ষড়যন্ত্রকে সৌদি আরবের পুঁজি এবং দখলদার ইসরইলের দ্বারা বাস্তবায়িত করছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha